ঢাকা শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ আপডেট ১২ মাস আগে

জনপ্রিয়

ক্যানসারে আক্রান্ত সোনালী বেন্দ্রে, আছেন শেষ পর্যায়ে!

ডেস্ক ০৪ জুলাই ২০১৮ ১২:০০ ঘটিকা ১৭৯

মনে আছে সারফারোষ এর নায়িকা সোনালী বেন্দ্রেকে? ভুলে যাওয়ার কথা না। ১৯৯৪ সালে গোবিন্দর বিপরীতে আগ ছবিতে অভিনয় করে সকলের মন কাড়েন এই অভিনেত্রী। শুধু বলিউড নয়, নজর কেড়েছেন তামিল ছবিতে অভিনয় করার মাধ্যমেও। তবে অনেক দিন ধরে তাকে কোন ছবিতে দেখা যায়নি।

image_1

তবে আজ নিজের ইনস্টাগ্রাম একাউন্টে এক মর্মস্পর্শী স্ট্যাটাস প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি ক্যান্সারে আক্রান্ত। খবর জানার পর থেকে তার বন্ধু বান্ধব্রাপাশে এসে দাড়িয়েছেন। তার এই রোগ হাই গ্রেড অবস্থায় আছেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কে অবস্থান করছেন।

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »