ডেস্ক ১০ অক্টোবর ২০১৮ ১২:০০ ঘটিকা ২৪৬ ০
শিং মাছ ঘষে ঘষে পরিস্কার করতে যে কি কস্ট সেটা যে করে একমাত্র সেই জানে। তবে বিডি সংসার এর আয়োজনে আজ এমন একটি টিপস নিয়ে হাজির হয়েছি যেটা দিয়ে আপনি সহজেই শিং মাছ পরিস্কার করতে পারবেন। কোন রকম কস্ট ছাড়াই। তাহলে আসুন আজ দেখে নেই কিভাবে সহজে শিং মাছ পরিস্কার করবেন।
এই জন্য আপনার প্রয়োজন হবে পেপে পাতা। পেপে পাতা কুচি করে কেটে নিন। সব থেকে ভালো হবে যদি আপনি পেপে পাতা ব্লেন্ড করে নিতে পারেন। এবার এই মিশ্রন মাছের সাথে ৫-৭ মিনিট রেখে দিন। ৫-৭ মিনিট পর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলেই দেখবেন আপনার শিং মাছ একদম সাদা হয়ে গেছে। তাহলে আর ঘসাঘষি কেন? বাসায় ট্রাই করে দেখুন। আর কাজে লাগলে আমাদের সাথেও সেয়ার করুন।